যা আছে এনসিপির ইশতেহারে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (৩ আগস্ট) বিকেলে সমাবেশটি শুরু হয়েছে। সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ পাঠ করেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।
সমাবেশে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারসহ ২৪ দফা ইশতেহার তুলে ধরা হয়।
নাহিদ বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সকল শ্রম, আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক একবছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।
সম্পূর্ণ ইশতেহার দেখতে ক্লিক করুন এখানে