শাহবাগ-শহীদ মিনারে সমাবেশ, বাসস্ট্যান্ড যেন ঢাকা বিশ্ববিদ্যালয়

০৩ আগস্ট ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১০:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পার্কিংকৃত বাস

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পার্কিংকৃত বাস © সংগৃহীত

রাজধানী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজনৈতিক সমাবেশ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর অস্থায়ী বাসস্ট্যান্ড; চিরায়ত এই নিয়ম যেন ভাঙছেই না। শুধু তাই তাই নয়, ক্যাম্পাস এলাকায় সমাবেশ মানেই যেন ক্যাম্পাসে ডজন ডজন বাস পার্কিং আর বহিরাগতদের আনা গোনা। এর ফলে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্ন ঘটার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আজ কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে দুই রাজনৈতিক দলের সমাবেশেও সেই ছাপ দেখা গেল; যদিও নির্দেশনা ছিল এর ঠিক উল্টো।

তথ্যমতে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের কর্মসূচি অন্যদিকে আওয়ামী লীগ সরকার পতনে এক দফা ঘোষণার বর্ষপূর্তি ও দেশব্যাপী জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে শহীদ মিনারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্মসূচিতে যোগ দিতে হাজার হাজার মানুষের আগমণ ঘটে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায় বহিরাগতের চাপ। সঙ্গে দেখা বহিরাগত গাড়ির চাপ।

রবিবার (৩ আগস্ট) শাহবাগ, শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সড়জমিনে গিয়ে দেখা যায়, কর্মসূচিতে আসা লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে অবস্থান করছে। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উভয় রাজনৈতিক দলের বহিরাগত কর্মীদের মিছিল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়। সে‌ই সাথে গাড়ি পার্কিং নিয়ে দেওয়া কোন নির্দেশনা‌ই মানছে না উভয় দল। 

এর আগে শুক্রবার ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সমাবেশের দিন জাতীয়তাবাদী ছাত্রদলের কোন ইউনিটের গাড়ি কোন অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

অন্যদিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি কয়েক দফা নির্দেশনা দিয়েছেন। যেখানে বলা হয়েছে, বিভিন্ন স্থান থেকে আগত বাস ঢাকা বিশ্ববিদ্যালয়র ক্যাম্পাস বা আশেপাশে রাস্তায় না রাখা।

তবে মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহাম্মদ মুহসীন হলের মাঠ, ফুলার রোড, কার্জন হল, শহীদ মিনারের সামনের এলাকা, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও চারুকলায় সামনেসহ বিভিন্ন স্থানে অগণিত বাস দেখা গেছে।  

এই বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে সমালোচনা। আসিফ হাসান নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, দুই দিন পর পর ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রাম হয়। এতে দেখা যায় বাইরে থেকে প্রোগ্রামে আসা লোকজন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। সেই সাথে অনেক সময় নারী শিক্ষার্থীদের উক্ত্যক্ত করতেও দেখা যায়। কিন্তু এই ব্যাপারে প্রশাসনের কোন পদক্ষেপ দেখছি না।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকে কোন বাস ক্যাম্পাসে প্রবেশ করার কথা ছিল না। ‌বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ব্যাচ বাতিল 
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণাংকার ও টাকা উদ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন শেষ ৬ ফেব্রুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের
  • ১৮ জানুয়ারি ২০২৬
ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের এক দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9