মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডাকসু নির্বাচন: ছাত্র রাজনীতির সুবাতাস বইছে

  © ফাইল ফটো

আগামীকালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সমাজে রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরো বলেন, সোমবার ডাকসু নির্বাচন। এ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল অংশ নিয়েছে। এটাকে আমি স্বাগত জানাই। নির্বাচনে কোন দল জয়ী হবে সেটা পরের বিবেচ্য বিষয়। কারণ ২৮ বছর ডাকসু নির্বাচন হয়নি। আমাদের দেশে রাজনীতিবিদ গড়ার যে কারখানা ছিল তা প্রায় বন্ধ হয়ে গেছে। এ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র সমাজে রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছে। এটা চালু থাকলে দেশের জন্য ভালো হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সদস্য সচিব হাসান জাফির তুহিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন জসীম, নাজিম উদ্দিন মাস্টার, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সদস্য জিয়াউল হায়দার পলাশ, এসকে সাদি, বায়জিদ বোস্তামী, কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!