তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান  © টিডিসি ফটো

ব্যক্তিগত জীবনে তিনজন গুরুত্বপূর্ণ নারীর কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

ওই পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষ হলেন আমার মা, স্ত্রী ও কন্যা। তিনজন অসাধারণ নারী। আমি সব সময় তাঁদের জন্য প্রতিটি সম্ভাবনা, সাফল্য ও সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যে আপনারা যাঁরা এটি পড়ছেন, তাঁদের অনেকে একই অনুভূতি লালন করেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘বাংলাদেশের তরুণী ও নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত ও সমর্থন পাওয়ার অধিকার রাখেন। প্রত্যেক নারীর যেকোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা ও সুযোগ উপভোগ করা উচিত। আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও নিশ্চিত করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো আমরা একটি ন্যায়সংগত, সহনশীল ও সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব। যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না।’

নারী-পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘আমাদের মেয়েদেরও ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদের ঘর ছেড়ে বাইরে আসতে হবে, তারা যেন কোনো হয়রানি ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে।’

তারেক রহমান আরও লিখেছেন, ‘একটি নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রোথিত। আমাদের “পরিবার কার্ড” কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা এবং বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসুন, আমরা একসঙ্গে চ্যাম্পিয়ন নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ ও ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাই।’

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence