ব্রিজের রড খুলে নিলেন বিএনপি নেতা, এলাকাবাসীর ক্ষোভ

রড খুলে নেওয়া ব্রিজ
রড খুলে নেওয়া ব্রিজ  © সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে একটি ব্রিজ থেকে রড খুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীনের বিরুদ্ধে। গত সোমবার (০৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

সরদার সাফায়েত শাহীন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। স্থানীয়দের অভিযোগ, তার নেতৃত্বে একদল লোক রাতের আঁধারে হামিদীয় কারিমিয়া জামে মসজিদসংলগ্ন খালের ব্রিজের রড খুলে নিয়ে গেছে। মাত্র দুদিন আগেও ব্রিজটি দিয়ে মানুষ চলাচল করছিল। কিন্তু সোমবার রাতের অভিযানের পর সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।  

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত জানান, রাতের বেলা স্থানীয়রা খবর দেন যে একদল লোক ব্রিজ থেকে রড খুলে নিচ্ছে। এরপর তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পাহারা দেন। তিনি বলেন, “এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু পুরোনো ব্রিজটি রাতের আঁধারে খুলে নেওয়া হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”  

এ বিষয়ে জানতে চাইলে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল বলেন, “আমি ঘটনাটি শুনেছি। দলের সদস্যসচিবকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি তদন্তে প্রমাণিত হয়, তাহলে দোষীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”  

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীন। তিনি বলেন, “আমি গত দুদিন আগে ঢাকায় এসেছি। ব্রিজের রড চুরির ব্যাপারে কিছুই জানি না। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যারা এই কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”  

নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, বিষয়টি তারা শুনেছেন, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, “আমরা উপজেলা প্রকৌশল দপ্তরকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেছি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”  


সর্বশেষ সংবাদ