ভোলায় শেখ পরিবারের নামে থাকা ৫ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
ভোলার লালমোহন উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। বিদ্যালয়গুলো শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাবেক এমপির পরিবার এবং আওয়ামী লীগ নেতাদের নামে নামকরণ ছিল। এরই মধ্যে বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিত দেবনাথ। তিনি জানান, সম্প্রতি আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটি বিদ্যালয়ের নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই ওইসব বিদ্যালয়গুলোতে নতুন নামের সাইনবোর্ড ব্যবহার করতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত ওই পরিপত্র অনুযায়ী, লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দ্বীপাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ নূরুন্নবী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মধ্যরায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরাজগঞ্জ ইউনিয়নের ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দক্ষিণ সাতানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমাগঞ্জ ইউনিয়নের ফারজানা চৌধুরী রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রমাগঞ্জ কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লালমোহন ইউনিয়নের পূর্ব ফুলবাগিচা ফারজানা চৌধুরী (রত্না) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্ব ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।
অন্যদিকে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলারও দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টির নতুন নাম দেওয়া হয়েছে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।