বিমান তৈরি করে উড়ানো জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  © সংগৃহীত

নিজের তৈরি বিমানে আকাশে উড়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (৫মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে  জুলহাস মোল্লার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও 'আমরা বিএনপি পরিবার' এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। জুলহাস উপজেলার  ষাইটঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা জানান,  জুলহাসের নিজের তৈরি বিমান উড়ানোর ঘটনা তারেক রহমান অবগত হন। পরে তার একটি প্রতিনিধি দলসহ আমাকে খোঁজ-খবর নেওয়ার জন্য সরেজমিনে পাঠান । একজন নেতা দেশের প্রত্যন্ত অঞ্চলেরও খবর গুরুত্ব দিয়ে রাখেন। বিএনপির পক্ষ থেকে জুলহাসকে সার্বিক সহোযোগিতা আশ্বাস দিয়ে আগামী দিনে তার এমন উদ্ভাবনী কাজ চালিয়ে যাবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।

বিমান তৈরির কারিগর জুলহাস মোল্লা গণমাধ্যমেকে বলেন, তারেক রহমানের মত এতো বড় মাপের একজন নেতা আমার খোঁজখবর নিয়েছেন। আমি এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। তার এ অনুপ্রেরণা আগামী দিনে আমার গবেষণা ও বিমান তৈরিতে আরো উৎসাহ জোগাবো। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য, জুলহাস মোল্লা দীর্ঘ এক বছর চেষ্টা চালিয়ে নিজেই একটি বিমান তৈরি করেন। যা গতকাল মঙ্গলবার উপজেলার জাফরগঞ্জ যমুনা নদীর চরে আনুষ্ঠানিক ভাবে নিজেই আকাশে উড্ডয়ন করেন। তার এ কৃর্তী দেখতে মানিকগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence