৭০ বছরের বৃদ্ধাকে মারধর করে গহনা লুট

মো. মিলন শেখ নামে একজনকে আটক করে পুলিশ
মো. মিলন শেখ নামে একজনকে আটক করে পুলিশ  © টিডিসি ফটো

পিরোজপুর সদর উপজেলায় মর্জিনা বেগম নামে ৭০ বছরের বৃদ্ধাকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে টাকা ও গহনা লুট করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) ভোরে উপজেলার বড় খলিশাখালী গ্রামে বৃদ্ধাকে মারধর করে তার শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুবৃত্তরা।     

ভুক্তভোগী মর্জিনা বেগম ঘটনার পরপরই পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় মো. মিলন শেখ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিলন শেখ বড় খলিশাখালী গ্রামের মৃত সুলতান রহমান শেখের পুত্র। 

পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত হাসান খান বলেন, সেহরির পর মর্জিনা বেগম যখন কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন, তখনই এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোর মিলন শেখ বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মর্জিনা বেগম বাধা দিলে তাকে গলা টিপে ধরা হয় এবং মারধর করা হয়।’

আরো পড়ুন: কারাগারে মশার কামড়ে দিশেহারা ঢাবি ছাত্রলীগ নেতা সৈকত

তিনি আরো বলেন, ‘একপর্যায়ে চোরেরা তার গলা থেকে একটি লকেটসহ স্বর্ণের চেইন এবং কান থেকে এক জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। মামলা দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ