ইউএনওর সামনেই জামায়াত নেতাদের পেটানোর ঘটনায় ৪ নেতাকে শোকজ বিএনপির

০৪ মার্চ ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
জামায়াত নেতাদের মারধরের সময়

জামায়াত নেতাদের মারধরের সময় © সংগৃহীত

পাবনার সুজানগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জামায়াত নেতাদের মারধরের ঘটনায় বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এই ঘটনা ঘটে।  

পরবর্তীতে আজ মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং স্থানীয় জামায়াত নেতাদের ওপর শারীরিক আক্রমণের অভিযোগ উঠেছে বিএনপির চার নেতার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন—সুজানগর উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এন.এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খান।  

জামায়াত নেতাদের ওপর হামলার বিষয়ে সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, তারা ইউএনওর সঙ্গে বৈঠকে বসেছিলেন। বৈঠকের একপর্যায়ে হঠাৎ বিএনপির কিছু নেতা-কর্মী রুমে ঢুকে তাদের মারধর করতে শুরু করেন। ইউএনও নিজে উপস্থিত থাকলেও হামলাকারীদের থামাতে ব্যর্থ হন।  

অভিযোগের ভিত্তিতে বিএনপি কেন্দ্রীয় কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে। বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চার নেতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬
কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিঃশর্ত ক্ষমা চাইলেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
  • ২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রাউন্ডে চ্যাম্প…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নেবে রিলেশনশিপ অফিসার, আবেদন শে…
  • ২৬ জানুয়ারি ২০২৬