সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ পালনে ভাবতে বললেন তারেক রহমান

০২ মার্চ ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © সংগৃহীত

সারা বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপনের বিষয়টি নিয়ে ভাবতে আলেম-ওলামার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রবিবার (২ মার্চ) ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।

এসময় খ্রিষ্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একদিনেই পালন করে জানিয়ে তারেক রহমান বলেন, আমরা চিন্তা করে দেখতে পারি কি না, সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ রোজা এবং ঈদ একই দিনে পালন করতে পারি কি না। এ বিষয়টি চিন্তা করার জন্য আমি আলেম-ওলামাদের অনুরোধ করব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে। রমজান আমাদের শেখায় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি।

খোঁজ নিয়ে জানা গেছে, সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ উদযাপনের ব্যাপারে কেউ কেউ দাবি তুললেও সিংহভাগ আলেমের এতে সায় নেই। তারা জানান, একই দিনে রোজা ও ঈদ উদযাপনের স্লোগানটি আবেগি, বাস্তবসম্মত নয়। চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ঈদ উদযাপনের কথা বলা হয়েছে হাদিসে। একই দিনে রোজা ও ঈদ উদযাপনের কথা কোথাও বলা হয়নি।

আলেমরা বলেন, সর্বক্ষেত্রে সৌদি আরব বা আন্তর্জাতিক অভিন্ন সময় মানা হলে পাঁচ ওয়াক্ত নামাজের বেলায় কী হবে? অঞ্চলগত ব্যবধানে দেখা যায়, আমরা যখন ফজরের নামাজ আদায় করি, সৌদির মানুষ তখন ঘুমিয়ে। আমাদের দেশে যখন এশার ওয়াক্ত, তখন ওই দেশে আসরের ওয়াক্ত শেষ হয় না। মাসের ক্ষেত্রে এক-দুই দিনের পার্থক্য খুবই স্বভাবিক নয় কি?

বিশেষজ্ঞ আলেমরা বলেন, যে বিষয় গোড়া থেকেই সম্ভব নয় বা যে বিষয় পালনে অনেক জটিলতার সৃষ্টি হয়, শরিয়ত কখনো এমন বিষয়ের আদেশ করে না। এজন্য বিশ্বব্যাপী একই দিনে রোজা ও ঈদ করা শরিয়তের নির্দেশ হতে পারে না।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9