ইসলামে রোজা কত প্রকার

রমজান মাস
রমজান মাস  © সংগৃহীত

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো সিয়াম বা রমজান। ইসলাম মানবজীবনের আত্মশুদ্ধি ও সংযম সাধনার যে পদ্ধতি নির্ণয় করে দিয়েছে, পবিত্র কোরআনের পরিভাষায় তারই নাম সিয়াম বা রমজান।

‘সিয়াম’ সাওম শব্দ থেকে উদ্ভূত। এর অর্থ জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া, বিরত থাকা। শরিয়তের অর্থে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত করে কোনো কিছু পানাহার ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নামই সিয়াম বা রোজা।

রোজা কত প্রকার?
রোজা ছয় প্রকারে বিভক্ত─ যথা : ১. ফরজ, ২. ওয়াজিব, ৩. সুন্নত, ৪. মুস্তাহাব, ৫. নফল, ৬. মাকরুহ।

ফরজ রোজা : রমজানে পালিত রোজা। (যথাসময়ে পালিত হোক অথবা ওযরবশত কাজা আদায় করা হোক) কাফফারার রোজা ও মান্নত রোজা (সুস্পষ্টতম বর্ণনা মোতাবেক)।

ওয়াজিব রোজা : যে নফল রোজা কেউ রাখার পর ভঙ্গ করে ফেলেছে, তার কাজা আদায়।

সুন্নত রোজা : আশুরার দিবসের রোজা, তার পূর্ববর্তী নয় তারিখের রোজা সহকারে।

মুস্তাহাব রোজা : প্রতি মাসে তিনটি করে রোজা রাখা (এ রোজাগুলো প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে হওয়া মুস্তাহাব।) প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখা, শাওয়াল মাসের ছয় রোজা রাখা, (এগুলো কেউ কেউ বলেছেন, একত্রে রাখা উত্তম, আবার কেউ বলেছেন, পৃথকভাবে রাখা উত্তম) এবং এমন যেকোনো রোজা, যা পালনের প্রতি হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে এবং সওয়াবের কথা বর্ণিত হয়েছে।

যেমন দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখা। তিনি একদিন রোজা রাখতেন, আর একদিন রোজা রাখতেন না। এটা আল্লাহ তাআলার কাছে সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে প্রিয় রোজা।

নফল রোজা : উপরিউক্ত রোজাগুলো ছাড়া এমন যেকোনো রোজা, যার অপছন্দনীয়তা প্রমাণিত নয়।

মাকরুহ রোজা : এটা আবার দুই প্রকার। যথা: মাকরুহে তানজিহি ও মাকরুহে তাহরেমি। প্রথমটি যেমন কেবল আশুরার দিবসের রোজা রাখা, (তার পূর্ববর্তী দিন) নয় তারিখের রোজা ব্যতিরেকে।

দ্বিতীয়টি যেমন দুই ঈদের দিন ও তাশরিকের দিনগুলোতে (১১, ১২ ও ১৩ জিলহজ) রোজা রাখা। কেবল জুমার দিন রোজা রাখা অথবা কেবল শনিবার দিন রোজা রাখা মাকরুহ। কিন্তু তার আগের নিয়ম মোতাবেক পালিত রোজার দিন যদি ওই দিনগুলোর সঙ্গে মিলে যায়, তবে মাকরুহ হবে না।

সূর্যাস্তের পর কোনো রকম ইফতার ব্যতিরেকে এভাবে দিনের পর দিন লাগাতার রোজা রাখা মাকরুহ, যাতে পরের দিনের রোজা পূর্বদিনের রোজার সঙ্গে মিলে যায়। যদিও তা দুদিনের রোজাই হয় না কেন এবং একাধারে সব সময় রোজা রাখাও মাকরুহ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence