ইসলামী মূল্যবোধ আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে: ধর্ম উপদেষ্টা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
ড. আ ফ ম খালিদ হোসেন

ড. আ ফ ম খালিদ হোসেন © সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠনপ্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে বিগত সময়ে ইসলামি সংস্কৃতির চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে সরকার ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করছে এবং এলক্ষ্যে বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি ইসলামি মূল্যবোধকে ধারণ করে আদর্শ মানুষ হতে শিশুদেরকে আহ্বান জানান।  

ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার আদলে শীঘ্রই ইসলামিক ফাউন্ডেশনেরমাধ্যমে জাতীয় হিফজ ও সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সৌদি আরবের মতো সিরাত পুরস্কার প্রবর্তন করারও পরিকল্পনা রয়েছে। 

মেয়েদের সাফল্য তুলে ধরে ড. খালিদ বলেন, আমাদের দেশের মেয়েরা সকল ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে।সমাজের প্রতিটি স্তরে নারীরা আজ উচ্চপদে আসীন হচ্ছে। আমাদের মা-বোনদের ইসলামী সংস্কৃতিতে উদ্বুদ্ধকরতে পারলে তাদের মাধ্যমে সমাজ ব্যবস্থা বদলে যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ওগণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মোঃ শফিউল আলম, ধর্মসচিবের একান্ত সচিব মোঃ কামরুল ইসলাম, ইফার পরিচালক মোঃ মহিউদ্দিন বক্তব্য প্রদান করেন। 

এ অনুষ্ঠানে ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ক্বিরাত, হামদ-নাত, আজানসহ মোট সাতটিবিষয়ে জাতীয় পর্যায়ে বিজয়ীদেরকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। দুটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬২জনকে পুরস্কার হিসেবে রৌপ্যপদক ও সনদপত্র  প্রদান করাহয়। এছাড়া দুইজন বিজয়ীকে চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণপদক প্রদান করা হয়। উল্লেখ্য,  উপজেলা, জেলা ওবিভাগীয় পর্যায়ে সেরা প্রতিযোগীদেরকে নিয়ে জাতীয় পর্যায়ে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, প্রকল্প পরিচালক, কর্মকর্তা-কর্মচারি, অভিভাবক ও ওলামায়েকেরামরা উপস্থিত ছিলেন। 

ট্যাগ: জাতীয়
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9