ঝালকাঠিতে সুলভমূল্যের ‘প্রশান্তি’ বাজার উদ্বোধন

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে সুলভ মূল্যের ‘প্রশান্তি’ বাজার উদ্বোধন করা হয়েছে
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে সুলভ মূল্যের ‘প্রশান্তি’ বাজার উদ্বোধন করা হয়েছে  © টিডিসি রিপোর্ট

ঝালকাঠি জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার আয়োজনে ক্যাব ঝালকাঠি ও চেম্বার অব কমার্স ঝালকাঠির পরিচালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শহরে বিনা লাভের বাজার ‘প্রশান্তি’-এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের বাহের রোড এলকায় প্রধান অতিথি হিসেবে প্রশান্তির উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।

আয়োজকরা জানান, সুলভ মূল্যের এ কার্যক্রম পরিচালিত হবে রমজান মাসজুড়ে। চাল ৩০ টাকা কেজি, আটা ২৪ টাকা কেজি, সয়াবিন তেল ১৭৩ টাকা লিটার, চিনি ১১৬ টাকা কেজি, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা কেজি, চিড়া ৫৮ টাকা কেজি, গরুর মাংস ৭০০ টাকা ও গরুর দুধ ৮০ টাকা লিটারসহ রমজান মাসের প্রয়োজনীয় ১৮টি পণ্য সুলভমূল্যে নিশ্চিত করার জন্যই জেলা প্রশাসন এ প্রদক্ষেপ।

আরও পড়ুন: ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন বলেন,  জেলা প্রশাসনের এ উদ্যোগটি মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সহায়তা করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে, যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন। মাহে রমজানের সংযম ও সহমর্মিতার শিক্ষার আলোকে এ ধরনের কার্যক্রম সমাজে সহানুভূতি ও সমবেত প্রয়াসের অনুপ্রেরণা জোগাবে। এ ছাড়া জেলা প্রশাসন ঝালকাঠি বাজার তদারকি ও মনিটরিং নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে অসাধু ব্যবসায়ীরা এই উদ্যোগের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এ প্রশান্তি বাজার চালু করা হয়েছে। সূলভ মূল্যে পণ্য কিনতে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence