ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ PM

ভোলার চরফ্যাশনে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. নিরব পাটোয়ারী (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার আবুবকরপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দালাল বাড়ির মৃত নুর ইসলাম দালালের ছেলে।
স্বজনরা জানান, নিরব পাটোয়ারী কৃষি কাজ করত, তাই সকালে বাড়ি থেকে তার ফসলি জমিতে যাওয়ার জন্য বের হন, জমিতে পানি দিতে সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দেন। এ সময় সেচ পাম্পের ছেঁড়া তারে জাড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুলারহাট থানার ডিউটি অফিসার এসআই নাজমুল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।