ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান  © সংগৃহীত

ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব যারা করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী ডোমার উপজেলা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, ‘মানুষ বলে শুধু হাত বদল হয়েছে, নতুনরা এসে ঘুষের রেট বাড়িয়ে দিতে বলছে। তারা ১৫ বছর খেয়েছে, আমরা কতদিন খেতে পারব, জানি না।' 

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার প্রশাসকরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করছেন না বরং ঘুষের রেট বাড়িয়ে জনগণকে হয়রানি করছেন। আওয়ামী লীগ সরকারের সময় আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের মাধ্যমে স্থানীয় নির্বাচনের নামে সবকিছু দখল করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।' 

দেশের বেকার সমস্যা ও শিক্ষাব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘দেশে সুশিক্ষার পরিবর্তে কু-শিক্ষা দেওয়া হচ্ছে, যা মানুষ তৈরি করে না, দক্ষ নাগরিকও গড়ে তোলে না। ফলে সার্টিফিকেটের বস্তা নিয়েও চাকরি মিলছে না। জামায়াত ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নে এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করবে, যেখানে শিক্ষার সমাপ্তির দিনই শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে চাকরির অফার লেটার দেওয়া হবে। আমরা কোনো বেকার থাকতে দেব না।'

সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডোমার উপজেলা শাখার আমির মো. আহমাদুল হক মানিক এবং জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারসহ কয়েক হাজার নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence