শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনারে এ ঘটনা ঘটে। 

আহত দুইজন হলেন, উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার বেলাল (৩৮) ও ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের জীবন আলী (১৭)।

আরো পড়ুন: রোজা ও ঈদুল ফিতরে বড় অংকের টাকা স্থানান্তরে ডিএমপির নির্দেশনা

উপজেলা বিএনপির একাধিক নেতার বরাত দিয়ে একাধিক গণমাধ্যম জানিয়েছে, কমিটি নিয়ে বিরোধের জেরে জেলা বিএনপিসহ অঙ্গ–সহযোগী সংগঠন দুই ভাগে বিভক্ত। এ কারণে কয়েক বছর ধরে দলটির সদস্যরা পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছে, স্থানীয় বিএনপির একটি পক্ষের নেতাকর্মীরা জমির দস্তগীরকে বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইমাম হোসেনকে সদস্যসচিব মনে করেন। আরেকটি পক্ষের নেতাকর্মীরা মহসিন ভূঁইয়াকে আহ্বায়ক ও শাহালম মিয়াকে সদস্যসচিব হিসেবে অনুসরণ করে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা পরিষদের শহিদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। পরে বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারের দিকে এগিয়ে যান। 

জমির দস্তগীর ও ইমাম হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের একপক্ষ এবং মহসিন ভূঁইয়া ও শাহালম মিয়ার নেতৃত্বে বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আরেক পক্ষ একই সঙ্গে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে এগিয়ে যান। আগে কোন পক্ষ পুষ্পস্তবক অর্পণ করবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ধারালো খুরের আঘাতে বেলাল ও জীবন আহত হন।

এ বিষয়ে জানতে ইমাম হোসেন ও মহসিন ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও, তাদের কেউ ফোন ধরেননি। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা থাকলেই করুন আবেদন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে’
  • ১২ জানুয়ারি ২০২৬
ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • ১২ জানুয়ারি ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় টেনেটুনে একশ ছাড়ানো পুঁজি রংপুরের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9