রাজবাড়ী প্রেসক্লাবে শেখ হাসিনার নামসংবলিত ফলক ভাঙল শিক্ষার্থীরা

শেখ হাসিনার নামসংবলিত ফলক ভাঙছেন শিক্ষার্থীরা
শেখ হাসিনার নামসংবলিত ফলক ভাঙছেন শিক্ষার্থীরা  © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সাড়ে ছয় মাস পর রাজবাড়ী প্রেসক্লাবে থাকা শেখ হাসিনার নামসংবলিত ফলক ভেঙে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী রেলগেট এলাকায় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তারা এই ঘটনা ঘটান।

জানা গেছে, কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর তারা রাজবাড়ী প্রেসক্লাব ভবনের নিচতলায় গিয়ে সিঁড়ির পাশে থাকা ভিত্তিপ্রস্তর ফলক ও উদ্বোধনী ফলক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন, কারণ এতে শেখ হাসিনার নাম উল্লেখ ছিল। পরে তারা দোতলার ফলকটিও একইভাবে অপসারণ করেন।

এ ঘটনার একটি ভিডিও বিকেলের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফলক অপসারণের সময় আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য, এইচ এম হাসিবুল ইসলাম, মো. ফাহাদুল ইসলাম, তাহসিন বিন আতিয়ার তামিমসহ আরও কয়েকজন শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence