তিন ফুট বাই এক ফুটের সেল— সবচেয়ে ভয়ংকর আয়নাঘরের তথ্য জানালেন মাহফুজ

ভয়ংকর আয়নাঘর
ভয়ংকর আয়নাঘর  © সংগৃহীত

আয়নাঘরের সাইজ নিয়ে ভয়ংকর তথ্য জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর আয়নাঘর। তিন ফুট বাই এক ফুটের সেল। দুই বিঘত জায়গায় টয়লেট। বাকি দুই ফুটে হাঁটু মুড়ে বসে থাকার জায়গা। আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘আমরা সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন করেছি, যারা দিনরাত কাজ করে নৃশংসতার বিবরণগুলো ডকুমেন্ট করেছেন। ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করেছি। আজকে মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখবেন হাসিনার নৃশংসতার কিছু নমুনা।’

আরো পড়ুন: ‘আয়নাঘর’ ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

তিনি আরো বলেন, ‘আরো শ’ শ’ নমুনা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। গত ৬ মাস গুম কমিশন গুমের ভিক্টিমদের সাক্ষ্য নিয়ে, তদন্ত করে গুমের স্থান, কাল ও সত্যতা নিরূপণ করেছেন। সে সূত্রে আইসিটি ট্রাইবুনালে মামলা হয়েছে। বিচারের কাজও শুরু হয়েছে। গুমের শিকার প্রতিটা মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা গণঅভ্যুত্থানের সরকারের অঙ্গীকার।’

জানা যায়, আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বহুল আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ছাড়া আরও যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছয়জন উপদেষ্টা, গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীসহ পাঁচজন, শেখ হাসিনার শাসনমলে গুমের শিকার হয়েছিলেন এমন আটজন।


সর্বশেষ সংবাদ