তাফসির মাহফিলের নামে চাঁদাবাজি করছে জামায়াতে ইসলামী: হারুনুর রশিদ

হারুনুর রশিদ
হারুনুর রশিদ  © সংগৃহীত

তাফসির মাহফিলের নামে মাসব্যাপী চাঁদাবাজি করছে জামায়াতে ইসলামী বলে বন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশিদ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন স্কুল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

হারুনুর রশিদ বলেন, ‘আমার গ্রামের বাড়ির এলাকা চাঁপাইনবাবগঞ্জে আগামী ২২ ফেব্রুয়ারি তাফসির করতে আসবেন মাওলানা মিজানুর রহমান আজাহারী। এ নিয়ে মাসব্যাপী প্রচার চলছে। মাসব্যাপী চাঁদাবাজি চলছে। তাফসির মাহফিলের নামে ব্যাংক, বিভিন্ন শিল্প-কলকারখানা, মানুষের বাড়িতে বাড়িতে মাসব্যাপী চাঁদাবাজি করছে জামায়াতে ইসলামী।’

তাফসির মাহফিলের নামে জামায়াতে ইসলামীর নামে বিভাগীয় সমাবেশের অভিযোগ করে তিনি আরও বলেন, ‘আমি মিজানুর রহমান আজাহারী ভাইকে অনুরোধ করবো, আপনি এসবের হিসাব নেবেন। জামায়াতের বিভাগীয় সমাবেশ করবেন, তা তাফসির মাহফিলের নামে কেন? ওই তাফসিরের সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী। প্রধান অতিথি থাকবেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। মানুষ এতো বোকা নয়। এসব বিষয় নিয়ে জনগণ সজাগ আছে।’

সাবেক এমপি হারুন বলেন, ‘জামায়াতের মৌলভিদের দেখছি, বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নামে দলীয় সভা করছেন। এটা মুনাফেকি। এটি জনগণের সঙ্গে প্রতারণা। তাফসির করবেন, সেখানে কোরআন-হাদিসের আলোকে আলোচনা করবেন। কিন্তু তারা তাফসির করতে গিয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলছেন, কারা কারা ইসলামের পক্ষে আছেন। বলা হচ্ছে, কারা কারা বুলবুল ভাইয়ের পক্ষে আছেন। এমন কর্মকাণ্ড মুনাফেকি ছাড়া কিছুই না। আবার তাফসির মাহফিলে হারুন এমপি, মির্জা ফখরুলকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। এ ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন।’ 

সাবেক কাউন্সিলর মাসিদুল হক নিখিলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence