আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি প্রত্যাহার

  © সংগৃহীত

বিশ্ব ইজতেমার কারণে ১৬ ফেব্রুয়ারির অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সাথে কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলটি। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সারা দেশে সর্বস্তরে ব্যাপকভাবে মশাল মিছিল কর্মসূচি গ্রহণ এবং ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে দলটি।

ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, লিফলেট বিতরণ কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। দেশের জনগণ এই অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার। অগণতান্ত্রিক এই ফ্যাসিস্ট সরকার দমন-পীড়নের মাধ্যমে যতই ভয়ের রাজত্ব কায়েম করুক না কেন, জনগণ সোৎসাহে আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ করেছে। জনগণের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া সম্বলিত এই লিফটলেট বিতরণে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি তারাও এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কর্মসূচির সার্থকতা বহন করে। 

ফেসবুক পোস্টে আরো বলা হয়, এই ফ্যাসিস্ট সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে আওয়ামী লীগের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কঠোরভাবে বাধা প্রদান করছে, নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে এবং গণগ্রেফতার করছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফ্যাসিস্ট  সরকারের এ হেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখিয়ে ও তাদের বিরুদ্ধে গণগ্রেফতার পরিচালনা করে এই কর্মসূচি রুখা যাবে না।

বিজ্ঞপ্তিতে জনগণের স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে বাংলাদেশ আওয়ামী লীগের লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence