কুর্মিটোলা গলফ ক্লাবে ১৫তম মবিল কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ PM

এম জে এল বাংলাদেশ পিএলসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘১৫তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’।
কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক প্রধান অতিথি হিসেবে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের পুল সাইডে ১৫তম মবিল কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে এম জে এল বাংলাদেশ পিএলসির পরিচালক তানজিল চৌধুরী, সিইও মো. মুকুল হোসেন এবং কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তা, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বিজয়ী হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম সিকদার, রানার-আপ হয়েছেন এয়ার কমোডর মুনিম খান মজলিশ এবং নারী বিজয়ী মিসেস জিন সুক ইউন।