এক মাস ধরে খোলা সয়াবিন তেল খাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ PM

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘একমাস ধরে আমি এবং আমার পরিবার বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছি। কারণ, খোলা ও বোতলজাত সয়াবিনের কোয়ালিটি (মান) একই। শুধু দামেই তফাত।’
রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘খাদ্য পণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘ছোটবেলায় আমি দেখেছি, আমার আব্বা বা বাসার লোকজন খোলা তেল নিয়ে আসতেন। আমার কাছে মনে হয় এটা মূল্য সাশ্রয়ী। কেন আমি খামোখা প্যাকেটজাত তেল খেতে যাব?’
আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের কোনো সংকট হবে না জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভোগ্যপণ্য আমদানিতে বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছিল এস আলম গ্রুপ। তাদের অনুপস্থিতিতে অংশীজনদের নিয়ে ব্যবস্থাপনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বড় কোনো বিপত্তি এখনো হয়নি। আশাকরি রমজানে কোনো সমস্যা হবে না। তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সংকট বাজারে নেই। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের যে দাম দেখি, দেশের বাজারে তাতে দাম কমার কথা। দাম বাড়ার কোনো কারণ দেখি না।’
ব্যবসায়ীদের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সঙ্গে ব্যবসা করার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গত ১৫ বছরে টিসিবিকে ধ্বংস করা হয়েছে। ১২ হাজার কোটি টাকার অপারেশন (পণ্য বিক্রয় কার্যক্রম) পরিচালনা করেন মাত্র ১৪২ জন। অল্প কিছু লোক করপোরেশনটির সঙ্গে ব্যবসা করেন। আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, আপনারা টিসিবির সঙ্গে ব্যবসা করুন।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার। কারণ, বায়তুল মোকাররমের খতিবের যদি পালিয়ে যাওয়া লাগে, তাহলে বুঝতে হবে কী পরিমাণ ধ্বংস করা হয়েছে সব খাত। হেন কোনো প্রতিষ্ঠান ছিল না, যা ধ্বংস করা হয়নি। সব অপরাধীর মধ্যে একটা জোট তৈরি হয়েছিল।’