রাজনৈতিক দলগুলোর সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

ইনসেটে ট্র্যাসি অ্যান জ্যাকবসন
ইনসেটে ট্র্যাসি অ্যান জ্যাকবসন  © সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। বাংলাদেশে কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে দলগুলোর পরিকল্পনা ও অবস্থান আরও ভালোভাবে জানতে এই বৈঠক হচ্ছে।

বুধবার (২৯ জানুয়া‌রি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরও ভালোভাবে বুঝতে চান। এ জন্য দলীয় নেতা-নেত্রীদের সঙ্গে নিয়মিত বৈঠক আয়োজন করছেন।

এ বৈঠক মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে গত বছরের ১৪ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিনের সঙ্গে বৈঠক করে।


সর্বশেষ সংবাদ