চাঁদা না দেয়ায় জবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘জুলাইয়ের হত্যাচেষ্টার মামলা’

২৮ জানুয়ারি ২০২৫, ১১:০১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
এহসানুল মাহবুব যোবায়ের ও জুলাই আন্দোলন

এহসানুল মাহবুব যোবায়ের ও জুলাই আন্দোলন © টিডিসি সম্পাদিত

চাঁদা না দেয়ায় উত্তরার এক ব্যবসায়ীর বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র-জনতার হত্যাচেষ্টা মামলা দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী এহসানুল মাহবুব যোবায়ের উত্তরায় একটি বায়িং হাউজের এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন। গাজীপুরের গার্মেন্টস ব্যবসা রয়েছে। এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় অভিযুক্তরা গুলি ছুড়েন। এতে বিবাদী গুরুতর আহত ও গুলিবিদ্ধ হন। গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি দায়ের করেছেন মো. জাহিদুল ইসলাম নামে একজন ব্যক্তি।

জানা যায়, ৫ আগস্টের পর নির্মাণাধীন গার্মেন্টসে স্থানীয় বিএনপি গাজীপুর মহানগরীর নেতা অমিত কুমার নুপুর, আবুল কালাম আজাদ, আলী আসাদ ও মো. জাহাঙ্গীর আলম সহ কয়েকজন লোক এসে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়ার হুমকি দেয়। বিদ্যুৎ সংযোগ দেয়ার ক্ষেত্রেও বাঁধা প্রদান করে। 

স্থানীয়রা জানান, আলী আসাদ এলাকায় সব জায়গা থেকে চাঁদা উঠান। আওয়ামী লীগের আমলে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান, সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণের নাম ভাঙিয়ে চাঁদা তুলতেন। গত ৫ আগস্টের পর বিএনপি গাজীপুর মহানগর নেতা অমিত কুমার নুপুর সহ এলাকায় চাঁদাবাজিতে নামেন।

এ বিষয়ে মামলার অভিযুক্ত আসামী এহসানুল মাহবুব যোবায়ের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০ জুলাই আমি উত্তরায় আমাদের হেড অফিসে ছিলাম। এখানে থেকে আমি শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করি। এছাড়াও আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করি। জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেয়া হতাশাজনক।

তবে এই মামলাটি কে বা কারা দিয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত। আলি আসাদ ও অমিত কুমার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে। আমি তাদের নামে গাছা থানায় অভিযোগ করি এবং পরবর্তীতে গাজীপুর কোর্টে মামলা করি। তারা এই ঘটনার প্রতিশোধপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলায় নাম ঢুকিয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে যেভাবে ভূয়া মামলা হচ্ছে এই ভুক্তভোগী যদি সত্যিই ক্ষতিগ্রস্ত হয় উনি ন্যয়বিচার পাবেন না। এর কারণ, এভাবে ভূয়া মামলায় যেভাবে মানুষের নাম ঢুকানো হচ্ছে যার কোনো মেরিট নাই। এইভাবে গণহারে মামলা দেয়া/নেয়ার সমাধান কি? আদালতে এই মামলা টিকবে না সেটা আমি জানি। কিন্তু, আদালতে আমাকে যেতে হবে কেন? কেন আমাকে আইনজীবী ধরে জামিন নিতে হবে? এসব মিথ্যার প্রতিকার কি!

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬