নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নিহত ২ ছাত্রলীগ নেতার ভাস্কর্য ভাঙচুর

দুই ছাত্রলীগ নেতার ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়
দুই ছাত্রলীগ নেতার ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়

নব্বইয়ের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নড়াইলের ছাত্রলীগ নেতা সুব্রত সাহা মানিক ও চয়ন মল্লিক। পরে তাদের স্মরণে নির্মিত হয় ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ। তাদের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, শনিবার কলেজ বন্ধ ছিল। এ জন্য কলেজে তেমন কারও উপস্থিতি ছিল না। ভাঙচুর হওয়া স্মৃতিস্তম্ভটি কলেজের শহীদ মিনারের পাশে ও ভাস্কর্যটির অবস্থান কলেজের পূর্ব পাশের ফটকের পাশে। কলেজ বন্ধ থাকায় ওই পাশে লোকজনের চলাচল কম ছিল। এ সুযোগে সকালে দুর্বৃত্তরা কলেজের পূর্ব পাশ দিয়ে ভেতরে ঢুকে মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়নের ভাস্কর্য ভাঙচুর করে চলে যায়। তারা হেলমেট পরা ছিল।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. শহীদ লতীফ সন্ধ্যায় বলেন, ‘আমি নড়াইলের বাইরে আছি। একটু আগে জানতে পেরেছি, হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে। প্রশাসনকে জানানোসহ এ ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কলেজের পাশে রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে কথা বলেন।’ পরে রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মো. আলিমুজ্জামানকে ফোন দিলে তিনিও এ ব্যাপারে অবগত নন বলে জানান।

কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে মানিক ও চয়ন প্রত্যক্ষ ভূমিকা রাখেন। আন্দোলনে অংশ নিয়ে মানিক ১৯৯০ সালের ৩০ নভেম্বর ও চয়ন মল্লিক ১৯৯২ সালের ১৬ অক্টোবর প্রাণ হারান।


সর্বশেষ সংবাদ