ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, গ্রেপ্তার ৬

২৫ জানুয়ারি ২০২৫, ১২:১৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
নিউমার্কেট থানা ও মিথুন

নিউমার্কেট থানা ও মিথুন © সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানা গেটে আসামি কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. বশির ইসলাম (২১), মো. হাসান (২১), মো. ইমন (২৫), মো. মাসুম মাহমুদ (৩২), মো. আলামিন (৩০) ও মো. আকবর আলী (২১)।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে নিউমার্কেট থানা গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ‘ইমন গ্রুপ’ এর বিরুদ্ধে অভিযোগ এনে নিউমার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান।

মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানায় তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন ছাত্রদল নেতা মিথুন। ইমন গ্রুপের মূলহোতা সানজিদুল হাসান ইমনের হয়ে ধানমণ্ডি এলাকার চাঁদা তোলার কাজ করেন মিথুন। সেই মিথুনকে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকা থেকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক বলেন, মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিল, তবে পারেনি। এ ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নেতার মনোনয়ন বাতিলের পর সরকারি কর্মকর্ত…
  • ০৩ জানুয়ারি ২০২৬
মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল হলো যে কারণে
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের বড় আর্থিক প্রণোদনা দিচ্ছে সরকার, জুনিয়র বৃত্ত…
  • ০৩ জানুয়ারি ২০২৬
সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু আজ
  • ০৩ জানুয়ারি ২০২৬
তিন কোটি টাকা সম্মানী পান স্বতন্ত্র প্রার্থী আলমগীর, স্ত্রী…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!