নির্বাচন কমিশনের লোগো © টিডিসি সম্পাদিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনে দাখিল হওয়া ২৩৮টি মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ের চূড়ান্ত ফল আজ শনিবার (৩ জানুয়ারি) জানা যাবে। প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা যাচাই এবং হলফনামায় দেওয়া তথ্য পর্যালোচনা শেষে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ না বাতিল সে সিদ্ধান্ত ঘোষণা করবেন।
রাজধানীর দুটি পৃথক স্থানে এ বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র বাছাই হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। অন্যদিকে, ঢাকা জেলার বাকি আসনগুলোর বাছাই কার্যক্রম চলবে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলন কক্ষে।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেওয়া হবে। এরই মধ্যে সহকারী রিটার্নিং অফিসাররা প্রার্থীদের হলফনামাসহ সার্বিক বিবরণী চূড়ান্তভাবে গুছিয়ে রেখেছেন।
কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসার কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলে হতাশ হওয়ার কারণ নেই। নিয়ম অনুযায়ী, সংক্ষুব্ধ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন। কমিশন আপিল নিষ্পত্তি করার পরই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।