বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্ত ইস্যুতে নেওয়া হয়েছে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

২২ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
বিজিবি-বিএসএফ বৈঠক

বিজিবি-বিএসএফ বৈঠক © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

বিজিবির পক্ষ থেকে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ নেতৃত্ব দেন, আর বিএসএফের পক্ষে মালদা সেক্টর কমান্ডার ডিআইজি অরুণ কুমার গৌতম নেতৃত্ব দেন। এছাড়া মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ উভয় দেশের স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।  

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি ও বিদ্যমান সংকট নিরসনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা আরও সুসংহত করতে উভয় পক্ষ একমত হন।  

সৌজন্য সাক্ষাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়
সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেহ প্রবেশ করবে না, সীমান্ত-সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে, উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না, উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকতে হবে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় চলমান পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে এবং এই সাক্ষাতে উভয়পক্ষের মধ্যে সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা হয়। এ ছাড়া সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

রুয়েট ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ১৪ ভর্তিচ্ছু
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শটগানের গো…
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন বিএনপির আরেক নেতা দেলোয়ার হোসেন
  • ২২ জানুয়ারি ২০২৬
হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • ২২ জানুয়ারি ২০২৬
কোনো প্রার্থী পুলিশের ন্যূনতম ফেভার পাবে না, বক্তব্য দিয়ে প…
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে দেখে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান
  • ২২ জানুয়ারি ২০২৬