পান্থপথে মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের সড়ক অবরোধ

২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
প্রবাসীদের সড়ক অবরোধ

প্রবাসীদের সড়ক অবরোধ © সংগৃহীত

রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। টিকা না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। এতে এই এলাকায় যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ শুরু করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন।

প্রবাসীদের অভিযোগ, মঙ্গলবার তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় যেতে বিভিন্ন হাসপাতালে টিকা নেওয়ার জন্য এলেও টিকা পাননি। পরে তাদের জানানো হয় যে পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা পাওয়া যাবে। কিন্তু এখানে এলেও টিকার সংকট দেখা দেয়। ফলে তারা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের জানান, প্রবাসীদের সড়ক অবরোধের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্কয়ার হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেওয়া হয়, কিন্তু এদিন প্রায় ৩০০ জন প্রবাসী টিকা নিতে আসেন। তাদের অধিকাংশই সৌদিপ্রবাসী, আবার অনেকে ওমরা হজের যাত্রী।

স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান জানান, আজ সকাল সাড়ে ৮টা থেকে প্রবাসীরা টিকা নিতে আসেন, কিন্তু বর্তমানে আমাদের কাছে কোনো টিকা নেই। গতকাল পর্যন্ত যেগুলো ছিল, তা বিতরণ করা হয়েছে। নতুন টিকা আমদানি করতে অন্তত ১০ থেকে ১৫ দিন লাগবে।

তিনি বলেন, অতীতে প্রতিদিন পাঁচ থেকে ছয়জনের জন্য টিকা প্রয়োজন হতো, কিন্তু এখন হঠাৎ হাজারো প্রবাসী এসে আমাদের হাসপাতালে ভিড় জমাচ্ছে। আমরা প্রস্তুত ছিলাম না।

তিনি জানান, টিকা আমদানি করার জন্য রেডিয়েন্ট ফার্মা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা জানিয়েছে, টিকা পাওয়ার জন্য কিছু সময় লাগবে। তাই বর্তমানে হাসপাতালের পক্ষ থেকে প্রবাসীদের কিছুই দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে গত সোমবার (২০ জানুয়ারি) হজ ও ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করার নতুন নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

ট্যাগ: আন্দোলন
সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9