ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতিপ্রাপ্ত এসআইদের

১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান © টিডিসি ছবি

চাকরি ফিরে পেতে ফের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রশিক্ষণ চলাকালে নানা অভিযোগে অব্যাহতি পাওয়া সাব-ইন্সপেক্টরা (এসআই)। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টা থেকে অব্যাহতি পাওয়া প্রায় দুই শতাধিক এসআই সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে এ কর্মসূচি শুরু করেন। বিকেল ৪টার পরে আনুষ্ঠানিক ভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।

এর আগে গত ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন অব্যাহতি প্রাপ্তরা। ৬ জানুয়ারি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিতদল সাক্ষাৎ করেন। সচিবের আশ্বাসে সেদিন কর্মসূচি স্থগিত করেছিলেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে আজ আবার সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বলে জানান অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরা ।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া অব্যাহতি পাওয়া পুলিশ সদস্য মো. রায়হান বলেন, এক বছর ট্রেনিং নেয়ার পর ভিত্তিহীন অজুহাতে আমাদের কারণ দর্শাতে বলা হয়। আমরা সেটার সন্তোষজনক জবাবও দেই। পরবর্তীতে আমাদের ৫ দিনের ছুটিতে পাঠায়। এরপর আমাদের কাছে সারদা থেকে অব্যাহতিপত্র পাঠানো হয়৷ বৈষম্যহীন দেশ গড়ার এ সময়ে শুরুতে আমাদের সাথে বৈষম্য করা হলো। 

তিনি আরো বলেন, আমরা চাকরি ফিরে পেতে সংশ্লিষ্ট  মন্ত্রণালয়ে স্মারকলিপি দেই। এতে কার্যকরী কোন পদক্ষেপ না দেখতে পেয়ে গত ৫ এবং ৬ জানুয়ারি আমরা সচিবালয়ের সামনে অবস্থান নেই। সেদিন স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন এবং তার আশ্বাসে আমরা কর্মসূচি স্থগিত করি। কিন্তু তারপরেও লক্ষ্যনীয় কোন পদক্ষেপ দেখিনি। তাই আজকে আবার অবস্থান কর্মসূচি পালন করছি। অন্যায়ভাবে আমাদের যে অব্যাহতি দেয়া হয়েছে তা দ্রুত প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি। আমরা চাকরি পুনর্বহাল চাই।

অব্যাহতি পাওয়া আরেক এসআই দীপ্ত মিত্র বলেন, চাকরির সব ধরনের পরীক্ষা দিয়ে, সব যোগ্যতা পরিপূর্ণ করে ট্রেনিং নিয়েছি। সেখানে কোনো কারণ ছাড়া সম্পূর্ণ অযৌক্তিক ভাবে আমাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা সবাই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের সবার পরিবার আমাদের দিকে চেয়ে আছে।

তিনি আরো বলেন, বাকি ট্রেনিং শেষ করে পরিবারের হাল ধরার কথা ছিল। কিন্তু আজ অসহায়ের মতো চাকরি ফিরে পেতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। অনেক হতাশার পরে এ চাকরিটা আশা দেখিয়েছিল, নতুন করে বাঁচতে শিখিয়েছিল। চাকরি ফিরে না পেলে আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবেনা। কর্তৃপক্ষের কাছে জোর দাবি, আমাদের জীবনগুলো নষ্ট করবেন না, আমাদের বাঁচতে দিন। আমাদের চাকরি ফেরত দিন।

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন সময় ৪ ধাপে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়। সর্বশেষ চলতি মাসেও আরও ৮ জনকে অব্যাহতি দেয়া হয়। তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচৈই করার অভিযোগ রয়েছে।

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • ১২ জানুয়ারি ২০২৬
রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, আবেদন শেষ ২২ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি 
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে থাকবে ২০০ প্রতিনিধি, জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি ডিপিই, ফল…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9