'দেশের অনেক রাজনৈতিক দল আওয়ামী দোসরদের মদত দিচ্ছে': সারজিস আলম

১২ জানুয়ারি ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

'দেশের অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন দোসরকে মদত দিচ্ছে' বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি আরও বলেন, 'আমরা সংস্কারের কথা বলছি, কিন্তু যারা এমন করছে তাদের বিরুদ্ধে কেন কথা বলছি না। তাদের বিরুদ্ধে কথা বলতে না পারলে অভ্যুত্থানের কোনো সফলতা আসবে না।' 

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘২০১৩ সালে শাপলা চত্বরে ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বর্তমান চাঁদাবাজি ও সিন্ডিকেটের জন্য অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করে লাভ নেই উল্লেখ করে সারজিস বলেন, ‘আজ চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। কারা করছে, তাদের কথা কেন আমরা বলতে পারছি না। প্রতিটি বাজারে চাঁদাবাজির জন্য পণ্যের দাম বাড়ছে। এতে সরকারকে দোষারোপ করে কোনো লাভ নেই।’

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা হাজার হাজার পরিবারকে গত ১৬ বছরে উৎখাত করেছে। যাকে টার্গেট করেছে তাকেই মেরেছে। আগামীদিনে আমরা কাউকে এমন হতে দেবো কি না, তা আমাদের ওপর নির্ভর করবে। শেখ হাসিনা যা করেছে তার ফলাফল ২৪ এর অভ্যুত্থান।'

পুলিশকে শেখ হাসিনা ক্ষমতায় থাকার টোল হিসেবে ব্যবহার করেছে মন্তব্য করে সারজিস আলম বলেন, 'পুলিশকে শেখ হাসিনা একটি প্রতিষ্ঠানের মতো সমুন্নত না রেখে ক্ষমতায় থাকার টোল হিসেবে ব্যবহার করেছেন। এ অভ্যস্ততার কারণে, জিনে দাসত্ব মিশে যাওয়ার কারণে, অভ্যুত্থানে তাদের এতো খারাপভাবে ব্যবহার করার পরও আজ  অনেক পুলিশ সদস্যকে দেখছি যাদের এখনো ওই শিক্ষাটি হয়নি। যারা এখনো বিন্দুমাত্র নিজেদের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না। অনেক পুলিশ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখনো বিভিন্ন মতের কাছে, দলের কাছে, গোষ্ঠীর কাছে নিজেদের সঁপে দিচ্ছে।'

তিনি আরও বলেন, 'তারা আজকের কথা চিন্তা করছে না। তারা চিন্তা করছে আগামীতে কে তাদের ফেভার করে একটি ভালো চেয়ারে বসাতে পারবে। ঠিক একই জিনিস আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের বিভিন্ন দোসর, যারা মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে শেখ হাসিনাকে পেট্রোনাইজ করছে, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা প্রত্যক্ষ মদতে টাকার বিনিময়ে না হয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে প্রটেকশন দিচ্ছে।'

কেউ ভুল পথে হাঁটলে তার পরিণতিও শেখ হাসিনার মতো হবে উল্লেখ করে সারজিস বলেন, 'আমাদের লড়াই বাংলাদেশের জন্য, মানুষের জন্য। আমরা যেন কোনো দল, মত বা গোষ্ঠীর কাছে জিম্মি না হয়ে যাই। দেশের মানুষ অসহায় হয়ে শেখ হাসিনার কাছে জিম্মি হয়েছে। এতো কিছুর পরে দেওয়ালে যখন মানুষের পিঠ ঠেকে গেছে, তখন মানুষ মুক্তির আশায় জীবন দিতে কুণ্ঠাবোধ করেনি। কেউ যদি শেখ হাসিনার মতো ভুল পথে হাঁটেন তাদেরও পরিণতি এমন হবে। আমরা কাউকে ছাড়বো না, তাই বুক টান করে প্রতিবাদ করতে হবে।'

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9