ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো: সারজিস আলম

  © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাই আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রোগ্রাম দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাই আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র’ লিফলেট বিতরণ এবং বিতরণ পরবর্তী চৌরাস্তার মোড়ে জনসংযোগ বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম আরো বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধের একটা পর্ব মাত্র গিয়েছে। দ্বিতীয় পর্বের নতুন করে যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা যতদিন পর্যন্ত চলবে, ততদিন না এই অভ্যুত্থানের স্প্রিটের যে স্বপ্ন নিয়ে এত মানুষ রক্ত দিলো জীবন দিলো, ততদিন যতদিন না এই স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, যতদিন না এই দেশ সিন্ডিকেট মুক্ত হচ্ছে, চাঁদাবাজি মুক্ত হচ্ছে, ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, ততদিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে। আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে থাকি, এই স্পিড যদি থাকে তাহলে এই ধাক্কায় আজকের ৫শ তরুণ ৫০ হাজার ওই তথাকথিত রাজনীতিবিদদের প্রতিহত করতে পারবে।

তিনি বলেন, আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে, একটা চেইন অব কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে তাহলে আজকে এই লালমোহনের ঢাল থেকে নতুন যে স্প্রিটের সূচনা হবে নতুন বিপ্লবের সূচনা হবে। আমরা বিশ্বাস করি এই বিপ্লব দ্বীপজেলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদেরকে সেই লড়াইয়ে দেখতে পাব আগামীর বাংলাদেশে এই প্রত্যাশা করছি। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ লালমোহনের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence