‘হাসিনার ওপর রাগ হয় না আপনার’ আসিফ নজরুলের প্রশ্নে যা বলেন খালেদা জিয়া

০৬ জানুয়ারি ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, পনেরো বছর ধরে শেখ হাসিনার নির্মম নির্যাতন ও মিথ্যাচারের শিকার হয়েও বেগম খালেদা জিয়া তার (হাসিনা) সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেননি। সোমবার (৬ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, 'চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। এসময়  আমি উনার স্বাস্থ্যর কথা, হাসিনা শাসনামলের দু:সহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারের জন্যও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে আমি সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার?'   

তিনি আরও লেখেন, 'আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ নীরব থাকেন বেগম জিয়া। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করবো বলেন! আল্লাহর কাছে বলি।'

বেগম জিয়ার কথা শুনে অবাক হয়েছেন জানিয়ে আইন উপদেষ্টা লেখেন, 'পনেরোটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যেচার আর নির্মম  নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে )!  অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।'

এ সময় বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তবর্তী সরকারের সাফল্য কামনা করেন বলেও জানিয়েছেন তিনি।

ওই স্ট্যাটাসে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আসিফ নজরুল লিখেছেন, 'মঙ্গলবার (৭ জানুয়ারি) বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। আবার যেনো ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।'

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬