হারানো ফোন ফিরে পেলেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস
মির্জা আব্বাস  © সংগৃহীত

মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনের অনুষ্ঠানে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মোবাইল ফোন হারিয়েছেন। দুদিন পর তিনি হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে গত সোমবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা।

অনুষ্ঠানে মির্জা আব্বাস যেখানে বসেছিলেন, তার পাশের একটি চেয়ারে মোবাইল ফোনটি রেখেছিলেন। পরে ফোনটি আর খুঁজে পাননি তিনি।

শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে অবহিত করেছিলেন। পরবর্তীতে মঙ্গলবার ফোনটি পাওয়া গেছে।


সর্বশেষ সংবাদ