ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  © সংগৃহীত

ভুয়া মামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘ডিবি হোক, যেই হোক তাঁকে জ্যাকেট পরতে হবে; আইডি কার্ড দেখাতে হবে। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।’

সোমবার (৯ ডিসেম্বর) খুলনার সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়া এবং রাজনীতিতে জড়িয়ে না পড়ার নির্দেশনা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কে ভবিষ্যতে আসবে তাকে তেল দেওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতায় কে আসবে খেয়াল রাখার দরকার নেই। আমাদেরও তেল দেওয়ার দরকার নেই। তেলবাজিটা বন্ধ করতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা, ‘পুলিশের পোশাক পরিবর্তন করলে কিছুই হবে না, পরিবর্তন করতে হবে মন-মানসিকতা। ঘুষ সমাজ ও রাষ্ট্রের বড় ব্যাধি। এটি বন্ধ না হলে দেশ পরিবর্তন করা কঠিন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ও বদলিতে আর্থিক লেনদেন বন্ধ করতে হবে। চাঁদাবাজি বেড়ে গেছে; লোকজন অতিষ্ঠ। এটি বন্ধ করতে হবে। না পারলে সেই সদস্যদের প্রয়োজনে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।’

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র অপপ্রচার চালাচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা সীমান্তে কোনো ছাড় দেব না। ১৫ বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে। এরা এত সুবিধা নিয়েছে যে, এখন না পেয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। আর সুবিধা দেওয়া যাবে না।’

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, সেনাবাহিনীর ১০৫ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী, খুলনা মহানগর পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, ডিজিএফআইয়ের কর্নেল সৈয়দ আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। 

সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল হক। বিকেলে উপদেষ্টা খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার খুলনা অঞ্চলে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence