অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ PM
বাংলাদেশে কোনো অবৈধ বিদেশিকে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অবৈধ বিদেশিদের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছি। কেউ অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না।
কতজন অবৈধ বিদেশি বাংলাদেশে আছেন—এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আমাদের কাছে সঠিক পরিসংখ্যান নেই। তবে অনেক দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। আমরা কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করছি না। সকলের ক্ষেত্রেই সমান ব্যবস্থা নেওয়া হবে।
এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এর সঙ্গে আইনশৃঙ্খলার সুনির্দিষ্ট কোনো সম্পর্ক নেই। তবে বিদেশিদের বৈধতার বিষয়টি নিশ্চিত করতে আমরা পদক্ষেপ নিচ্ছি।
অবৈধ বিদেশিদের ফেরত পাঠানোর সময়সীমা সম্পর্কে তিনি বলেন, প্রথমে আমাদের অবৈধ বিদেশিদের তালিকা তৈরি করতে হবে। তালিকা পাওয়ার পরই আমরা সময়সীমা নির্ধারণ করতে পারব।
একজন উপদেষ্টার ফেসবুক পোস্টে উল্লেখ করা ২৬ লাখ অবৈধ ভারতীয় নাগরিকের বিষয়ে প্রশ্ন করা হলে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না এবং কোনো মন্তব্য করতে চাই না।
এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদের অবিলম্বে বৈধতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।