ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি
ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি  © সংগৃহীত

বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য দুই দিনের সফরে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। বৈঠকে সীমান্ত, বাণিজ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ, পারস্পরিক যোগাযোগ এবং নতুন সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও ভিসা ভ্রমণসংক্রান্ত চুক্তি নবায়ন ও স্থগিত হওয়া ভারতীয় প্রকল্পগুলোর কাজ চালু করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পাবে।

বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এ বিষয়ে  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের আমন্ত্রণে ঢাকা সফরে যাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। পররাষ্ট্র সচিব নিযুক্ত হওয়ার পর বিক্রম মিশ্রীর এটি প্রথম ঢাকা সফর। এই সফরের উদ্দেশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি করা।

এর আগে, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে।

প্রসঙ্গত,  ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন ও ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের  টানাপোড়েন চলছে। আর সম্মিলিত সনাতন জাগরনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। 

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালে দিল্লিতে বসেছিল দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence