‘যুবকরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না এমন বাংলাদেশ চাই’

০২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
সমাবেশে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান

সমাবেশে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে লেখাপড়া করে যুবকরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। যেখানে শিক্ষা অর্জন করে সঙ্গে সঙ্গে কাজ পাবেন। যেখানে শিক্ষা অর্জন করে সাথে সাথে কাজ পাবেন। এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্মীয় উপসনালয়গুলোতে পাহারা দেওয়া লাগবে না। যার যার ধর্ম সে পালন করবে সেখানে কেউ কোনো হস্তক্ষেপ করবে না ও জাতপাত ও ধর্মের ভেদাভেদ থাকবে না।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠির শহরের ব্র্যাক মোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা অতীতে ধৈর্য ধরেছি, এখনো ধরছি, আগামীতেও ধরব। আমরা যে ত্যাগ শিকার করে এসেছি আগামীতেও ত্যাগ শিকার করে যাব ইনশাআল্লাহ। আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই অফিস-আদালতে কোথাও গিয়ে লাঞ্ছিত হতে হবে না। যেখানে জনগণ তাদের অধিকার সম্মানের সঙ্গে পাবেন। আমরা কথা দিচ্ছি, এ দায়িত্ব যদি আমরা পাই তাহলে এর প্রতিদান দেব।

ছাত্র–জনতার অভ্যুত্থানের বিষয়ে শফিকুর রহমান বলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তারা আমাদের জাতীয় বীর। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ও স্যালুট জানাই।

জেলা জামায়তের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী। সম্মেলন শেষে জামায়াতের আমীর ঝালকাঠি নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার মাঠে এক সুধী সমাবেশে অংশ নেন। 

ট্যাগ: জামায়াত
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাও…
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬