সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিনের তিন সদস্যের মৃত্যু

বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী  © সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলার ঘন জঙ্গলে কেএনএফ’র ব্যবহৃত একটি গোপন আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) এই অভিযানে অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে। 
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান আছে বলেও জানিয়েছে আইএসপিআর।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)

বান্দরবানে নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ২০২২ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। কেএনএফের ঘোষণা ও বিভিন্ন সময়ে গণমাধ্যমের উদ্দেশে দেয়া বক্তব্য অনুযায়ী, বান্দরবান ও রাঙ্গামাটি জেলার অন্তত ছয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা।

এ সময় তারা ফেসবুকে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলাগুলোর সমন্বয়ে পৃথক রাজ্যের দাবি করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence