এমপি নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৬ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৬ PM
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শামীম তালুকদার (৪৫) গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেল ৫টার দিকে ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুর এলাকার নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফরিদপুর একটি দল তাকে গ্রেপ্তার করে। ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামীম তালুকদারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ২০২১ সালের ৫ মে, ২১ সদস্যবিশিষ্ট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যার মধ্যে শামীম তালুকদার ছিলেন এক নম্বর যুগ্ম আহ্বায়ক।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর গ্রামের বাসিন্দা মুজাহিদুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন যে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার মেয়ে আহত হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১২৫ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়, এবং আরও ৪০০ অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। শামীম তালুকদারও ৯৮ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানিয়েছেন, শামীম তালুকদারকে রোববার আদালতে সোপর্দ করা হবে।