সাবেক সংসদ সদস্য টিপুকে আটক করে পুলিশে দিল জনতা

গোলাম কিবরিয়া টিপু
গোলাম কিবরিয়া টিপু  © সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাশাপাশি তাদের দোসর অভিযোগে অভিযুক্ত জাতীয় পার্টির প্রতিও ক্ষুব্ধ জনসাধারণ। এর প্রমাণ পাওয়া গেল ঢাকার অদূরে কেরানীগঞ্জে। সেখানকার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধরে থানায় সোপর্দ করেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় লোকজন একটি বাড়িতে গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতি টের পায়। তখন ২০-২৫ জন সেখানে জড়ো হন। লোকসংখ্যা বাড়তে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এলে সাবেক এমপিকে পুলিশে সোপর্দ করে জনতা।

আরও পড়ুন: রাজধানীতে বাড়ির মালিককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এলাকার লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, বীর বাঘৈর এলাকায় টিপুর কিছু জমি রয়েছে। সেখানে ছোট একটি ঘর আছে। সেখানেই তিনি আশ্রয় নিয়েছিলেন। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার করা হয়।

গোলাম কিবরিয়া টিপুর জন্ম বরিশালের আগরপুর গ্রামে। টিপু প্রথমে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি; পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতিও হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন। টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে ২০১৮ সালে এবং গত ৭ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence