‘নির্বাচন চাওয়া মানে শহীদদের রক্ত আর লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা’

০৬ নভেম্বর ২০২৪, ১১:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

বিএনপি ও জামায়াত ইসলামীকে উদ্দেশ করে কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেছেন, ‘আপনারা কেন নির্বাচন চাচ্ছেন? আপনারা আমাদের সঙ্গে আর তামাশা করবেন না। এই সরকার শহীদদের রক্ত আর লাশের দ্বারা নির্বাচিত। নতুন নির্বাচন চাওয়া মানে শহীদদের রক্ত আর লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’

বুধবার (৬ নভেম্বর) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘রাষ্ট্রচিন্তা’ আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ : রাজনৈতিক জনগোষ্ঠী, সংবিধান ও গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার আরও বলেন, ‘আপনারা এতদিন বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে যাবেন। আপনারা কারা? আপনারা হলেন লুটেরা-মাফিয়া শ্রেণি। আপনাদের সেই নির্বাচনে কোনো কর্মী নির্বাচন করতে পারে না। কারণ, আপনাদের নির্বাচন করতে হলে ২ কোটি টাকা লাগে। এখন শুনছি ৫ কোটি টাকা লাগে।’

বিএনপির কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘ইতোমধ্যে আওয়ামী লীগের জায়গায় আপনারা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন ক্ষমতাধর জায়গাগুলো দখলে নিয়েছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের হাসান মাহমুদ (সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী) বলেই দিয়েছেন, বিএনপি আর আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করবে।’
তরুণদের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘নিজেরা চিন্তা করতে শিখুন। আবেগ দিয়ে পুলিশ মোকাবিলা করা যায়, জীবন দেওয়া যায়, পঙ্গু হওয়া যায়। কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না।’

এই সরকারের উচিত ছিল শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে শপথ নেওয়া- এমনটি মন্তব্য করে তিনি বলেন, ‘কিন্তু তারা রক্ত দিয়ে অর্জিত বিজয়কে ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আমি তখনই সাহস নিয়ে এটির সমালোচনা করেছিলাম। কিন্তু তখন অনেকে আমাকে নিয়ে ট্রল করেছে। তারা এখন ঠিকই বুঝতে পেরেছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও রাষ্ট্রচিন্তার প্রতিষ্ঠাতা হাসনাত কাইয়ুম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমেদ।

রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, আবেদন শেষ ২২ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি 
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে থাকবে ২০০ প্রতিনিধি: জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি ডিপিই, ফল…
  • ১২ জানুয়ারি ২০২৬
সন্ধ্যায় ঢাকা আসছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9