যশোরে ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
যশোরে ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

যশোরে ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যশোর শহর শাখার আয়োজনে পুরস্কার বিতরণী, শিশু সমাবেশ ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার সভাপতি ও যশোর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইসহকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম।

আরও অতিথি ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসর কিশোর থিয়েটার পরিচালক মোজাম্মেল হোসেন, ফুলকুঁড়ি আসর যশোরের উপদেষ্টা প্রিন্সিপাল মোস্তাক মোরশেদ, এম এম কলেজের বাংলা বিভাগের প্রধান আক্তার হোসেন, ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরের সাবেক পরিচালক আবু ফয়সাল, রেজাউল করিম, ফুলকুঁড়ি আসর যশোরের সাবেক পরিচালক অ্যাডভোকেট উবায়ের হোসেন, সেলিম উদ্দীন, সাইফুর রহমান রানা।

আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর যশোরের পরিচালক রাকিবুজ্জামান, সহকারী পরিচালক তাসনিম আলম। সঞ্চালনা করেন ফুলকুঁড়ি আসর যশোর শাখার অগ্র পথিক সাজিন আহমেদ জয়। অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, কুইজ, চিঠি লেখা, গান ও কবিতা, শ্রেষ্ঠ অভিভাবক, এই দিন সেই সময় ও কেমন কর্মসূচি চাই প্রতিযোগিতায় ৬ হাজার অংশগ্রহণকারী মধ্যে ২০০ জনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও অসহায় ১৫ জন শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয় ।

আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!