ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয় কেন্দ্র

২৩ অক্টোবর ২০২৪, ০৮:২৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM

© টিডিসি ফটো

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এরই মধ্যে ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলার ৭ উপজেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র এবং গবাদি পশুর জন্য ১৪টি কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক এবং মেডিকেল টিমের কর্মীরা। মাছ শিকার নিষিদ্ধ থাকায় জেলেরা নদীতে অবস্থান করছে না।

আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (৪) বুধবার ঘূর্ণিঝড়ের তথ্য জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘দানা’-এ পরিণত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ভোলার সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সিপিপির কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’ প্রভাব মোকাবেলার লক্ষ্যে সদর উপজেলা কর্তৃক অপর একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শাহিন মাহমুদ, ২নং ইলিশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি পরানগঞ্জ এলাকার ভারপ্রাপ্ত এজিএম জাকির হোসেন, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. ফারুক হোসাইন, ভেলুমিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনসুর হেলাল, রাজাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, কাচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান মাস্টার, সিপিপির উপজেলা টিম লিডার আবুল হাসান তসলিম। এ সময় অন্যান্য ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, এনজিও কর্মী, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ভোলা সদর উপজেলার যে প্রত্যন্ত চরাঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত চরের বাসিন্দাদের ঘূর্ণিঝড়ের সময় সচেতনতার মাধ্যমে নিরাপদ স্থানে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া যেকোনো বিপদ আপদে কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তারা।

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: এক জেলা থেকে ইলেকট্রনিক ডিভাই…
  • ০৯ জানুয়ারি ২০২৬
মওলানা ভাসানীর স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের প্রতি আহ্বান…
  • ০৯ জানুয়ারি ২০২৬
হঠাৎ ফোন চেক করায় ক্ষুব্ধ গুরবাজ, জানালেন ঢাকার সিইও
  • ০৯ জানুয়ারি ২০২৬
ইউটিএলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক যুবাইর মুহাম্মদ এহসানুল…
  • ০৯ জানুয়ারি ২০২৬
‘বিড়িতে সুখটান’ ইস্যুতে যে ব্যখ্যা দিলেন জামায়াত প্রার্থী
  • ০৯ জানুয়ারি ২০২৬
না ফেরার দেশে বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শোয়াইব
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9