রাজধানীতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

ছবি
ছবি  © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে বাসায় ঢুকে নগদ ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার জানান, ডাকাতি হওয়া বাড়িটি ‘আবু কোম্পানি’র বলে পরিচিত হলেও ওই ব্যক্তির নাম আবু বকর। 

আলী ইফতেখার বলেন, “মুখে মাস্ক লাগানো ও সেনাবাহিনীর পোশাক পরা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে প্রবেশ করে। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও তাদের সঙ্গে ছিল। সেনাবাহিনীর পোশাক পরা লোকজন এত স্বাভাবিকভাবে এসেছিল যে, বোঝার উপায় ছিল না তারা সেনাবাহিনীর সদস্য নয়।”

ভুক্তভোগী আবু বকর জানান, তারা বাসায় ঢুকে প্রথমে বৈধ অস্ত্র থানায় জমা না দেওয়ার কথা জানায়। যদিও আবু বকর জানান, অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে, ডাকাতরা তাদের কথা শুনে অস্ত্র খোঁজার নামে আলমারিগুলো তছনছ করে এবং টাকা ও স্বর্ণালংকার লুট করে।

আরও পড়ুন: রিকশায় ঝুলে থাকা মরদেহের পেছনের যে বীভৎস বর্ণনা দিলেন চালক

ঘটনাস্থল পরিদর্শন করে ওসি বলেন, “ডাকাত দলের সঙ্গে একটি ভারি অস্ত্র ছিল, যা রাইফেলের মতো দেখাচ্ছিল। এটি থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে আমাদের ধারণা।”

সিসিটিভি ভিডিও দেখে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ, এবং গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে বলেও জানান ওসি।


সর্বশেষ সংবাদ