খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ঢুকবে না: হাসনাত

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ   © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সিন্ডিকেট দমন করে অতিশীঘ্রই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করুন। খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ঢুকবে না।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন জুলাইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। 

এর আগে গতকাল বৃহস্পতিবার দেয়া এক ফেসবুক পোস্টেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছিলেন সমন্বয়ক হাসনাত। 

তিনি লিখেছিলেন, ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চার বার ডিমের হাতবদল হয়। এখনো পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?


সর্বশেষ সংবাদ