পূজায় অঞ্জলি দেওয়া হলো না ফুফু-ভাতিজার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০২:২৬ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ০২:৩১ PM
নেত্রকোনার কলমাকান্দায় শারদীয় দুর্গাপূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ গেছে পিসি (ফুফু) ও ভাতিজার।
শুক্রবার (১১ অক্টোবর) অষ্টমী পূজার সকালে উপজেলার হরিণধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদারের ১৮ বছর বয়সী মেয়ে ঋতু তালুকদার ও তার ৭ বছরের ভাতিজা অমিত তালুকদার। অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
নিহতদের পরিবারের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, সকালে ঋতুসহ ছয়জন একটি নৌকায় করে হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজামণ্ডপে অঞ্জলি দিতে রওনা দেয়। মধ্যপাড়া কালীবাড়ি খাল পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ঋতু ও অমিত পানিতে তলিয়ে যায়। অন্যরা সাঁতরে পাড়ে ওঠেন।
আর পড়ুন: নেত্রকোনায় একদিনে পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু
পরে স্থানীয় লোকজন ঋতু ও অমিতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি ফিরোজ আরও জানান, হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।