সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২ শতাংশই বাইক আরোহী

সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২ শতাংশই বাইক আরোহী
সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২ শতাংশই বাইক আরোহী

গত মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৯২টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪২৬ জন এবং আহত ৮১৩ জন। এরমধ্যে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৯ জন—যা মোট নিহত হওয়ার ৪২ শতাংশ।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬২টি জাতীয় মহাসড়কে, ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে এবং ৩৪টি শহরের সড়কে এবং ৫টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহতদের ৯৭ জন পথচারী, যা মোট মৃত্যুর ২২ দশমিক ৭৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৪ জন বা মোট মৃত্যুর ১২ দশমিক ৬৭ শতাংশ।

সংগঠনটি বলছে, গত মাসে দেশে আটটি নৌ-দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। আহত হয় চারজন। রেলপথে ১৭টি দুর্ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। আহতের সংখ্যা নয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটে সবচেয়ে বেশি; ১২৪টি (৩১ দশমিক ৬৩ শতাংশ)। এছাড়া রাজশাহী বিভাগে ১০ দশমিক ৯৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৯ দশমিক ৮৯, খুলনা বিভাগে ১২ দশমিক ২৪, বরিশাল বিভাগে ৩ দশমিক ৮২, সিলেট বিভাগে ৪ দশমিক ৮৪, রংপুর বিভাগে দুর্ঘটনা ১০ দশমিক ৪৫ ও ময়মনসিংহ বিভাগে ৬ দশমিক ১২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence