তারেক রহমানের মামলার বিষয়ে যা জানালেন আইনজীবী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০২:৫১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। এবার তারেক রহমানের দেশে ফেরা ও সব মামলার বিষয়ে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে।
সুপ্রিম কোর্ট বার ভবনে রোববার (৬ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আইনজীবী আরও বলেন, তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, তার প্রত্যেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো আমরা মোকাবিলা করবো। কারণ, আইন-আদালত ও সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল।’