শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন স্থানে চলতি সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমতে পারে এবং কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পরবর্তী কয়েকদিনের পূর্বাভাসে আবহাওয়া সংস্থার বরাতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী তিন দিন পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের থেকে কিছুটা অধিক উচ্চতার জোয়ার হতে পারে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে।

তিনি আরও জানান, এ পরিস্থিতিতে মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এই সময় কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ সংবাদ